// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এর শপথ পরবর্তী প্রথম সাধারণ সভা গতকাল সোমবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যানক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, নব-নির্বাচিত উপেজলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, প্রাণীসম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহব্বু হোসেন, প্রকৌশলী রিপন কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, আব্দুস সালাম, শামিম উল ইসলাম, গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার সহ সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় উপজেলা পরিষদের আগামী কর্ম পরিকল্পনার বিষয় সহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরা হয়।#