// নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মার চরে আবারও প্রাণঘাতী বিষধর রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মিলেছে।রোববার (২৩ জুন) সকালে মহোরকয়া চরে ঘাস কাটতে গিয়ে রাসেলস ভাইপারের ৩টি বাচ্চা দেখতে পান কৃষকরা।
কৃষক জিল্লুর জানান, রোববার সকালে তার নাতিসহ কৃষকরা পদ্মার চরে ঘাস কাটতে যায়। এসময় নদীর ধারে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের ৩টি বাচ্চা দেখতে পান কৃষকরা। এসময় তার নাতি কাজল ২টি সাপ জীবিত অবস্থায় ধরলেও আরেকটি সাপ মেরে ফেলেন কৃষকরা। জীবিত রাসেলস ভাইপার দেখতে মহোরকয়া গ্রামে ভিড় করেন এলাকাবাসী।কৃষক আবুল কালাম বলেন, যেভাবে পদ্মার চরে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মিলেছে তাতে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চরের উৎপাদিত ফসল তুলতে ভয় পাচ্ছেন তারা।
উল্লেখ্য , শনিবার (২২ জুন) দুপুরে পদ্মার নসাড়া চরে ৪টি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মারে সেখানকার কৃষকরা।