চাকুরী স্থায়ীকরণের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল

// নাটোর প্রতিনিধি
নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমি জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার এবং সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনার টাকার দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক-কর্মচারীরা। শনিবার সকালে মিল চত্বরে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে ফটক সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ স¤পাদক দেলোয়ার হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম ওসাংগঠনিক স¤পাদক মমিনুল ইসলাম মমিন সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, নিয়োগের সকল বিধি মালা মেনেই নিয়োগ প্রক্রিয়া চলছিল। গতকাল শুক্রবার ও আজ শনিবার নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও হঠাৎ করেই বুধবার বিকেলে অজ্ঞাত কারণে সদর দপ্তর থেকে এই স্থায়ীকরণ নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেয়া হয়। এতে করে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের মাঝে ব্যাপক হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। আগামী ১৫ দিনের মধ্যে এই জটিলতা নিরসন করে নিয়োগ পরীক্ষা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ। তা না হলে ১৫ দিনের পর থেকে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেন নেতারা।