// বিশেষ প্রতিনিধিঃ আমার হাত পা শরীর সৃষ্টিকর্তার আদেশেই চলবে। আমি যতই মনে করি এগুলো আমার, আসলে এগুলো সৃষ্টিকর্তার। রোজার মাসে ঠিক যেভাবে আমরা আল্লাহকে ভয় পেয়ে সারাদিন না খেয়ে থেকেছি। ঠিক সেভাবে সারাটা বছর তাকে ভয় করে চললে আমাদের কোন সমস্যা হওয়ার কথা না। ফেসবুক চালালে যে বন্ধুত্ব হয় সেই বন্ধুত্বের মোহে অনেকেই মা বাবাকে ছেড়ে সেই বন্ধুর সাথে পালিয়ে যায়। এতে দেখা যায় বেশিরভাগ মেয়েরাই বিপদে পড়ে যায়। আমাদের দেশের অনেক মেয়েরাই এভাবে ইন্ডিয়ায় পাচার হয়েছে। তাদের কিডনি হার্ট বিভিন্ন কিছু বিক্রি হয়েছে।
আজ শনিবার ১৮ মে দুপুর ১২ টায় পাবনা আদর্শ গার্লস হাই স্কুলে দরিদ্র ছাত্রীদের মধ্যে পোশাক বিতরণ ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি অধ্যাপক এসএম মাহবুব আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপরোক্ত উপদেশ মূলক কথাগুলো বলেন।
বিদ্যালয়ের দরিদ্র ফান্ড থেকে প্রতি বছর এ পোশাক বিতরণ করা হয়।
ম্যানেজিং কমিটির সদস্যদের চেষ্টায় প্রতিবছর এ উদ্যোগ গ্রহন করা হয়ে থাকে। শুধু তাই নয় গরীব মেধাবী অনেক ছত্রীরা এ স্কুলে ফ্রি ও আধা বেতনে অধ্যায়নরত আছে।
সভাপতির বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস মুস্তাকিম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী ও স্বগত বক্তব্য দেন প্রধান শিক্ষক ওহিদুর রহমান।
জ্যেষ্ঠ সহকারি শিক্ষক কে এম শুকুর আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য ফরিদুল ইসলাম ডালু, অভিভাবক সদস্য শাহ জামাল বাদশাহ ও রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর ও গরিব মেধাবী শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে তিলাওয়াত করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী সালমা।