// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেছেন, আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধ পরিকর। নির্বাচন গ্রহনে কোন শিতিলতা কিংবা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবেনা। প্রতিটি কেন্দ্রে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ভোট গ্রহনকারি কর্মকর্তাসহ আইনশৃংখলা বাহিনীকে সর্তক অবস্থানে থাকতে হবে। তিনি নির্বাচনী প্রতিদ্বদ্বিতাকারি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন কোন পেশী শক্তি, হুমকি, কেন্দ্র দখল, কিংবা জোড় করে ব্যালটে সিল মারার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি গতকাল বুধবার (১৫ মে) বেলা ১২ টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে সভাকক্ষে নির্বাচনে ভোট গ্রহনকারি কর্মকর্তাদের প্রশিক্ষন উদ্বোধন ও নির্বাচনী অংশ গ্রহনকারি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোতাহার হোসেন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান, প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু, রাশেদুল ইসলাম রাজা, তোফায়েল হোসেন লিটন, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর রহমান মন্টি, ইশরাত জাহান কুইন প্রমুখ। এরপর তিনি বেলা ২টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক উপজেলার বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন। এর পূর্বে জেলা প্রশাসক আদমদীঘি থানা পরিদর্শন করেন।