রাজনগরে নারীকে পালাক্রমে ধর্ষন ও শ্বাসরোধে হত্যা : ২ জনের ফাঁসি

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন জনৈক মোবারক মিয়া-এর বসত বাড়ী সংলগ্ন মাছু গাঙ্গেঁ ( খালে) নারীর লাশ উদ্ধারের ঘটনায় (মামলা নং- জিআর-১২৮/১৮ ( রাজনগর), রাজনগর থানার মামলা নং- ০৫, তারিখ :০২/০৬/১৮ইং) জড়িত ২জনের ফাঁসি ও ১ লক্ষ টাকা জরিমানার রায় দিয়েছেন, মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো: সুলেমান। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- রাজনগর উপজেলার ছিক্কা গ্রামের মজমিল @ মজ মিয়া-এর পুত্র আবারক মিয়া (২৮) ও দক্ষিণ কাসিমপুর গ্রামের মৃত : হামদু মিয়া-এর পুত্র জয়নাল মিয়া (৪০)। আজ ১৫ মে আসামীদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এ রায় ঘোষনা করেন। এ সময় রাষ্ট্র পক্ষের বিজ্ঞআইনজীবি হিসাবে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর স্পেশাল পি.পি এড: নিখিল রঞ্জন দাশ এবং আসামী পক্ষেরবিজ্ঞ আইনজীবি হিসাবে এড. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।ঘটনার বিবরণে প্রকাশ- গত ৩০/০৫/২০১৮ইং, ধান কিনার জন্য নগদ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ী থেকে বের হন ভিকটিম রাশেদা বেগম। তার কোন সন্ধান না পাওয়ায় পরিবারে লোকজন আতৎকিত হয়ে হয়ে পড়েন। অপরদিকে,বিগত ০২/০৬/২০১৮ইং, রাজনগর থানার পুলিশ রাজনগর থানাধীন জনৈক মোবারক মিয়া-এর বসত বাড়ী সংলগ্ন মাছু গাঙ্গেঁ (খালে) বোরকা পরিহিত অজ্ঞাতনামানারীর লাশ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিম এর ছোট বোন রায়াশা ও তার স্বামী গিয়াস উদ্দিন উপস্থিত হয়ে কালো রংয়ের বোরকা, ছাপা কামিজ ও সেলোয়ার দেখে উক্ত লাশ-টি রাশেদা বেগম (৩০)-এর সনাক্ত করেন।এ ঘটনায় ১নং পূর্ব পৈলনপুর গ্রামের আব্দুল খালিদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আবারক মিয়া-কে কমলগঞ্জ থানাধীন পতনউষার এলাকা থেকে গত ০৩/০৬/২০১৮ইং, গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে জড়িত অপর আসামী- জয়নাল মিয়া- বিজ্ঞ আদালতে হাজির হলে, বিজ্ঞ আদালত থাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন। এ বিষয়ে জানতে চাইলে আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবি এড. মো: বিল্লাল হোসেন জানান- এ রায়ে আমরা সন্তুষ্ট নয়,এই আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আমরা আপিল করবো। তিনি আরো জানান- এ মামলায় কোন স্বাক্ষের স্বাক্ষে আমার আসামী জড়িত থাকার কথা উল্লেক করে নাই। শুধু মাত্র, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মৃতের ময়না তদন্তের রির্পোটের উপর ভিত্তি করে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেছেন।