রাজনগরে পারিবারিক মনোমালিন্য : প্রতিকার চেয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে ভুক্তভোগী লন্ডন প্রবাসী ৩ ভাই-এর উঠান বৈঠক


মৌলভীবাজার প্রতিনিধি : রাজনগরে ৭নং কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নজমুল হক সেলিম ও তার লন্ডন প্রবাসী চাচা মো: ফয়জুল হক গংদের পারিবারিক মনোমালিন্য ও সম্পত্তির সুষ্ট বন্টনে অনিশয়তা দেখা দেয়ায় উভয়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সাবেক চেয়ারম্যান মো: নজমুল হক সেলিম-এর ভাই মো: মঈনুল হক এর দায়েরকৃত মামলাটি ষড়যন্তমূলক দাবী করে, গত ১৩ মে রাতে লন্ডন প্রবাসী- মোঃ ফয়জুল হক, মো:মুজিবুল হক ও আব্দুল হক (প্রতিবন্ধী) স্থানীয় এলাকাবাসীর সমন্ময়ে এক উঠান বৈঠকে মিলিত হন। উক্ত উঠান বৈঠকে গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। এ সময় ভুক্তভোগী প্রবাসী ৩ ভাই জানান- দীর্ঘদিন যাবৎ তাদের বিষয় সম্পত্তিসহ অন্যান্য বিষয়ে পারিবারিক বিরোধ চলছে। সর্বশেষ-রবিরবাজারস্থ “ দি নিউ জালালাবাদ হোটেল এন্ড কনফেকশনারী” নামীয় প্রতিষ্ঠান মো: নজমুল হক সেলিম ও তার ভাই মো: মঈনুল হকসহ তাদের সহযোগীরা দখলে নিতে চাইলে তিনি বাঁধা সৃষ্টি করেন। এ সময় তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। ভুক্তভোগী লন্ডন প্রবাসী ৩ ভাইসহ স্থানীয়রা জানান- শ্রীমঙ্গল,মৌলভীবাজার, রাজনগর ও সিলেটসহ বিভিন্ন স্থানে তাদের নিজ ভূমি ও ভূমিতে স্থাপনা রয়েছে। কিন্তুু, নজমুল হক সেলিমগংরা তা আত্মসাৎ করার ষড়যন্ত করছেন। ৩ ভাই লন্ডন থেকে বাংলাদেশে না আসতে পারেন এই জন্য একাধিক ষড়যন্তমূলক মামলা দিয়ে বাড়ী-ঘর ছাড়া করা হচ্ছে। উল্লেখ্য- সাবেক চেয়ারম্যান মো: নজমুল হক সেলিম-এর পরিবারের পক্ষ থেকে তার ভাই মো: মঈনুল হক বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুুডিসিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে লন্ডন প্রবাসী চাচা- মোঃ ফয়জুল হক (৬০) ও মো:মুজিবুল হক (৫৫)সহ ৮জনের নাম উল্লেখ করে মামলা ) পিটিশন মামলা নং- ৬৫/২৪ইং ( রাজনগর) দায়ের করেছেন। এ ব্যপারে জানতে চাইলে ৭নং কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নজমুল হক সেলিম-এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।