আতাইকুলায় প্রবাসী স্বামীর ত্রিশ লাখ টাকা নিয়ে  তালাক দিল স্ত্রী

// সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানার শ্রীপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী ত্রিশ লাখ টাকা আত্মসাত করে স্বামীকে তালাক দিয়েছেন। প্রবাসীর পিতা থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সুত্রে জানা যায়, শ্রীপুর গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে মানিক হোসেনের সহিত তের বছর পুর্বে একই থানার আর আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামের আফসার শেখের মেয়ে আসমা খাতুনের শরিয়া মোতাবেক বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। মানিক হোসেন কর্মের জন্য সিঙ্গাপুর যান। স্ত্রী আসমা খাতুনের নামে ব্যাংক একাউন্ডে টাকা পাঠাতো মানিক। এ পর্যন্ত বাইশ লাখ পঁচাশি হাজার টাকা ও স্বর্নের তিনটি হার, তিনটি চেইন, তিন জোড়া দুল, আংটি, বেচলেটসহ অনেক জিনিস স্ত্রীকে দেন। স্ত্রী আসমা খাতুন এগুলো নিয়ে গত ০৫/০২/২০২৪ তারিখে শশুর নুরুল ইসলামের বাড়ী থেকে বাবার বাড়ী আসে। পরে গত ২৫/২/২৪ তারিখে মানিকের ঠিকানায় তালাক নামা পাঠিয়ে দেন আসমা। বিষয়টি নুরুল ইসলাম পুত্র মানিককে ফোনে জানান। পরে গত শনিবার মানিককের পিতা নুরুল ইসলাম আতাইকুলা থানায় ব্যবস্থা চেয়ে অভিযোগ দায়ের করেন। নুরুল ইসলাম বলেন তার ছেলের পরিশ্রমের সমস্ত টাকা নিয়ে তাদেরকে নিঃস্ব করে গেছে আসমা। টাকা ফেরতসহ বিচার চান।

আসমার মোবাইলে ফোন দিলে তার বাবা আফসার রিসিভ করে বলেন এ নম্বর আসমার না। বিধায় বক্তব্য নেয়া যায় নি।

এ বিষয়ে আতাইকুলা থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।