// গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি শুকনা গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার ভোররাতে ওই অভিযানে উপজেলার সাধুপাড়া গ্রামের মোতালেব (৪৯), আব্দুল মতিন (৩৫) এবং খাদিজা বেগম (৩০) গ্রেপ্তার হয় এবং সকালে র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মওদুদ জানান, আটককৃতদের কাছ থেকে পলিথিনে মোড়ানো ছয়টি বড় প্যাকেট ও পাঁচটি ছোট প্যাকেট থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তারা সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গুরুদাসপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত তিন মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।