আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি খনন ও বহনের অপরাধে দেড় লাখ টাকা জরিমানা

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি খনন ও মাটি বহনের অপধারে একলাছ হোসেন ওরফে নাজু নামের এক ব্যক্তির দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত সোমবার (১ এপ্রিল) দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন এই জরিমানা করেন।
জানাযায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন এলাকায় একটি মহল দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন এর মাধ্যমে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি ট্রাক্টরের মাধ্যমে রাস্তা দিয়ে বহন করে রাস্তা নষ্ট করে আসছিল। এতে সরকারি পাকা রাস্তার ক্ষতিসাধন হয়। গত সোমবার দুপুরে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ছাতিয়ানগ্রামে ওই স্থানে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি কাটা ও মাটি বহন করার অপরাধে একলাছ হোসেন নাজু নামের এক ব্যক্তির দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।