// সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় উপজেলার নন্দনপুর ইউনিয়নের সুন্দরকান্দি গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার ঘটনায় ছেলের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করছেন পিতা আলহাজ মওলানা আবু তাহের মিয়া (৮০)। শনিবার দুপুরে নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মোট জমি দুই স্ত্রীর সন্তানদের মধ্যে অংশ হিসেবে রেজিষ্ট্রী করে দিয়েছি। সে অনুযায়ী ছোট ছেলে ফয়সাল জমি দথল নিতে গেলে ফিরোজ ও ফরিদ বাধা দেয়। ফিরোজ পাবনায় থাকা ফারুককে মোবাইলে জানালে গত শুক্রবার ( ২২ মার্চ) বিকেলে তার প্রথম পক্ষের ছেলে পাবনা শহরে বসবাসরত মাহবুবুল আলম ফারুক (৪৫) পাবনা থেকে সরকারি স্ট্রীকার যুক্ত পাজেরো জীপ গাড়ীতে (ঢাকা মেট্রো- ঘ ১১-১৬১৮) ৫/৭ জন ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র নিয়ে বাড়ীতে এসে হামলা চালায় এবং আমার দ্বিতীয় পক্ষের ছেলে শামসুল আলম ফয়সালকে (২৫) মেরে ফেলার জন্য খুজতে থাকে। প্রাণ ভয়ে ফয়সাল পালিয়ে পাশের বাড়ীতে আশ্রয় নেয়। এসময় আমি, আমার স্ত্রী ও পুত্রবধূর আত্মচিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। এসময় ফারুকসহ তার হেলমেট পরিহিত সহযোগীরা এলাকাবাসীর উপর হামলা করে। এলাকাবাসী তাদের প্রতিহত করতে গেলে গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে এবং সন্ত্রাসীদের আটক করে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে গাড়ীসহ থানায় নিয়ে যায়। থানায় আমার ছেলে ফয়সাল বাদী হয়ে মামলা করতে গেলে তা নেয়নি। বরং উল্টো ফারুক বাদী হয়ে ফয়সালসহ ৭ জন নামীয় ও অজ্ঞাত ১৫/২০ জনের নামে মিথ্যা মামলা করে। আমি উক্ত মামলার নিন্দা প্রতিবাদ জানিয়ে আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবী করি। সাংবাদিক সম্মেলনে ফয়সালের মা সালমা বেগম, স্ত্রী মনিরা আক্তার মৌ, ইন্তাজ আলী, ইয়াছিন আলী, ছাত্তার প্রাংসহ এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।