আকিব শিকদার
এক হাতে কাঁচা আম, মুঠোফোন অন্য হাতে
মেয়েটা হয়তো বলছিল কথা তার প্রেমিকের সাথে
খড়ের গাদায় হেলান দিয়ে বসে, নির্জন তটে
মুখে তার সূর্যের আভা, ঠোঁটে তার হালকা হাসির ভাঁজ
জিহ্বাতে টক খাওয়া টংকার, সাথে চুমুর আওয়াজ
টক খেতে খেতে চুমু বিনিময় মজারই বটে।
আমার চোখে চোখ পড়তেই পালিয়ে গেল সে লজ্জাতে
এক হাতে কাঁচা আম, মুঠোফোন অন্য হাতে।
ঢাক বাদকের ঢাক
আকিব শিকদার
ঢাক বাদক!
বাজাও তোমার ঢাকÑ
বটতলাতে এসেছে বৈশাখ।
তোমার ঢাকের সপ্তমধুর তাল
আনুক ডেকে নতুন দিনের শুরু
পুরনো সব জীর্ণতা আর আবর্জনার পাল
এক নিমেষেই হোক না উরুউরু।
ঢাক বাদক!
রাখো হাতে কাজÑ
ঢাক বাজানোর সময় এলো আজ।
ভাবুক সবাই কালবোশেখির কাল
বজ্র বুঝি ডাকছে গুরুগুরু
ঘুমিয়ে যারা রইল চিরকাল
হৃদয় তাদের কাঁপুক থরোথরো।
ঢাক বাদক!
দুঃখের নিপাত যাকÑ
সুখ সমুদ্রে জোয়ার তুলুক ঢাক।