// স্টাফ রিপোর্টার:
বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ৮ বছর পুর্তি উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের জামিল শপিং সেন্টারে প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছামিউল্লাহ খান রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৮ বছর পূর্তি উদযাপনের কেক কর্তন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছবি তোলা একটি শিল্প যা সবাই পারেও না কিংবা সবার হাতের তোলা ছবি মানুষের হৃদয়স্পর্শীও হয়না। কিন্তু জন্মলগ্ন থেকেই বগুড়া ইভেন্ট ফটোগ্রাফি তাদের সৃজনশীল কাজ, ভাল ব্যবহার আর ব্যবসায়িক সুনামের জন্যে সকলের মনে জায়গা করে নিয়েছে যা সত্যিই প্রশংসনীয়। দেখতে দেখতে ৮ বছর পূর্ণ হলেও তিনি এই প্রতিষ্ঠানকে আরো অনেকদূর দেখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।
বর্ষপূর্তি এই আয়োজনে এসময় আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন শিপলু, দেশ টিভি ও দৈনিক চাঁদনী বাজারের রিপোর্টার সঞ্জু রায়, প্রতিষ্ঠানটির চীফ ফটোগ্রাফার ফয়সাল হোসেন, সিনিয়র সিনেমাটোগ্রাফার বিপ্লব পাটোয়ারী, রংধনু ইভেন্ট ম্যানেজমেন্টের বিশ্বজিৎ সরকার, ড্রোন পরিচালক রিফাত শেখ, ফটোগ্রাফার রাশেদ সরকার ও সাব্বির হাসান প্রমুখ। কেক কর্তন ও আলোচনা শেষে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ মার্চ বগুড়া ইভেন্ট ফটোগ্রাফি যাত্রা শুরু করে। এখন পর্যন্ত বগুড়ার ১২টি উপজেলাসহ জেলার বাহিরেও এই প্রতিষ্ঠানটি সফলতার সাথে কাজ করে যাচ্ছে। গত ৮ বছরে প্রতিষ্ঠানটি প্রায় ১২’শ টির বেশি ইভেন্টে সম্পন্ন করেছে যেখানে তারা সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে সিনেমাটোগ্রাফি ও সুন্দর ছবির জন্যে। ভবিষ্যতেও এই ইতিবাচক ধারা অব্যাহত রাখতে চান সংশ্লিষ্টরা।