র‌্যাব -৯ এর অভিযানে বিপুল পরিমান টাকাসহ আটক-১

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার : জাল নোট প্রস্তুতকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ রুপি মূল্যমানের জাল নোট এবং বাংলাদেশী ৬৯ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যমানের জাল নোটসহ সর্বমোট ৮৪ লক্ষ ১৮ হাজার ৪০০ রুপি/টাকা মূল্যমানের জাল নোটসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে জাল নোট প্রস্তুতকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রুস্তমপুর এলাকার বাসিন্দা। র‌্যাবের কাছে তথ্য ছিল যে, দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ কিছু চক্র অবৈধভাবে অল্প সময়ে অধিক মুনাফার লোভে দেশি-বিদেশি জাল নোট তৈরি ও প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে। এই চক্রের সদস্যরা জাল টাকা তৈরি করে আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে লেনদেন করে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল কোম্পানি জানতে পারে যে, জাল নোট প্রস্তুতকারী চক্রের একজন অসাধু ব্যক্তি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকায় অবৈধভাবে জাল নোট লেনদেন করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল গত ২৬ ফেব্রুয়ারি জেলার শ্রীমঙ্গল থানাধীন রুস্তমপুর এলাকায় তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে, দীর্ঘদিন যাবত জাল টাকা তৈরি করে আসল টাকা বলে মানুষের নিকট বিক্রয় করে আসছিল।