// আতাইকুলা প্রতিনিধিঃ আতাইকুলায় আমেনা মেমোরিয়াল স্কুলে ৪র্থ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা/২৪ অনুষ্ঠিত হয়। গতকাল ২৩ ফেব্রুয়ারী শুক্রবার আতাইকুলা উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের পরিচালক ইন্জিনিয়ার আব্দুর রশিদ খানের তত্বাবধায়ন ও ব্যবস্থাপনায় সকাল ৯টায় স্কুলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আঃ রহিম খান, শিক্ষক মন্ডলী ও অতিথিবৃন্দ জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও ক্রিড়া পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন। দিন ব্যাপী ক্রিড়ায় ছাত্রছাত্রীদের ১৩ ইভেন্টে ২৬ প্রতিযোগিতা হয়। ক্রিড়া প্রতিযোগিতা শেষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আঃ রহিম খান এর সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থীত ছিলেন বীরমুক্তিযোদ্ধা শামসুর রহমান বিশ্বাস,বীরমুক্তিযোদ্ধা আঃ মাজেদ, বীরমুক্তিযোদ্ধা আঃ জব্বার, সাঁথিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আঃ সোবহান প্রাং, বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফসার আলী, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এসএম ফিরোজ কামাল, জাহিদুল ইসলাম, মুনসুর বিশ্বাস, ব্যবসায়ী আঃ ওহাব, সাংবাদিক নজরুল ইসলাম বাধনসহ ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক মন্ডলি ও সুধীবৃন্দ ।