বিদ্যাপীঠ স্কুলের বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা 

// চাটমোহর প্রতিনিধি ::

পাবনার চাটমোহরে অন্যতম শিক্ষা প্রতিষ্টান বিদ্যাপীঠ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ ডিসেম্বর) এনায়েতুল্লাহ ইসলামীয়া মাঠ চত্বরে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। 

শুরুতে সকালে বিদ্যাপীঠ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক পিয়াস কুমার দাস পার্থের সভাপত্বিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংসঠক আব্দুস সালাম সরকার।

প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সার্বিক তত্বাবধানে  এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম পলাশ,পৌর কাউন্সিলর মাহতাব হোসেন,এনায়েতউল্লাহ ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মওলানা আবু ইসাহাক, বয়েন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ভোরের দর্পন প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ,আজকের পত্রিকার শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, আজকালের খবরের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠানটির শিক্ষক আল আমিন,খালেকুজ্জামান নয়ন,রবিউল করিম প্রমূখ।

বিকেলে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।