আদমদীঘিতে চার জুয়াড়ি গ্রেফতার টাকাসহ সরঞ্জাম উদ্ধার

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার সময় চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক শ্রমিক অফিস থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল পূর্বপাড়ার আহম্মাদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), চাটখইর গ্রামের ওমর আলীর ছেলে মাসুদ রানা উজ্জল (৩৫), পুশিন্দা সরদারপাড়ার মজিবর সরদারের ছেলে জিয়ারুল ইসলাম (২৯) ও মুরইল কোনাপাড়ার মহির মন্ডলের ছেলে বাবলু মন্ডল (৬০)।
আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টায় আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ট্রাক শ্রমিক অফিসের ভিতর তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন সংবাদের ভিক্তিতে ওই অফিসে ফোর্সসহ অভিযান চালিয়ে উল্লেখিত চারজন জুয়াড়িকে গ্রেফতার ও ঘটনাস্থল থেকে জুয়া খেলার টাকা, তাসসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।