পাবনা এসোর্ট স্পেশালাইজড হসপিটালে সিসিইউ উদ্বোধন

// বিশেষ প্রতিনিধিঃ পাবনার আপামর জনসাধারণের জন্য এসোর্ট স্পেশালাইজড হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার ২ ফেব্রুয়ারি পবিত্র জুম্মা নামাজ পর বহুতল বিশিষ্ট হসপিটালের ৫ম তলায় প্রাথমিক পর্যায়ে ২টি কক্ষে ১০টি বেড সম্বলিত এ সিসিইউ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর ডাঃ ওমর আলী। এসময় তিনি বলেন প্রত্যন্ত অঞ্চলের রোগী ক্রিটিক্যাল অবস্থায় ঢাকা নিয়ে যাবার সময় অনেক সময় রাস্তাতেই মারা যায়। সেদিকে চিন্তা করেই আমার এই হসপিটালে সিসিইউ ও আইসিইউ চালু করলাম। হসপিটালের সিসিইউ তত্বাবধায়ক কার্ডিওলজিস্ট ডা. সাহরিয়ার কবির বলেন হৃদরোগ একটি জটিল ও ব্যায়বহুল চিকিৎসা। সরকারিভাবে হৃদরোগ ইন্সটিটিউটে যে চিকিৎসা দেয়া হয় তা প্রান্তিক পর্যায়ে দেয়া যায়না। জেলা পর্যায়ে সরকারিভাবে আমরা সিমিত পরিসরে চিকিৎসা দিয়ে থাকি। বেসরকারিভাবে এটাই প্রথম যেটা ওমর আলী স্যারের এসোর্ট স্পেশালাইজড হসপিটালে চালু হয়েছে। হৃদরোগ বিভাগের মনিটর, ভেন্টিলেটর, সিপিআর ইত্যাদি মেশিন থাকায় রোগীরা আরও উন্নত সেবা পাবে। এটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি। এসময় সেখানে উপস্থিত ছিলেন এনেস্থেসিয়া প্রফেসর ডাঃ জোহা, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ হাবিবুর রহমান, ডঃ শাহীন ফোরদৌস শানু, ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ আনোয়ারুল ইসলাম সাগর, পরিচালক জালাল উদ্দিন, আইসিইউ কনসালটেন্ট ডাঃ মাহমুদুল হাসান মিশু, মেডিকেল অফিসার ডাঃ তানিয়াসহ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ