// সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। ঘটনার তিন দিন পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় উৎকন্ঠায় রয়েছেন চেয়ারম্যান।
জানা যযায় গত রোববার (২৮ জানুয়ারি ) রাত আটটার দিকে দু’জন সন্ত্রাসী তাকে কিল-ঘুষি মেরে দ্রুত স্থান ত্যাগ করে। এ বিষয়ে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে
চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান
পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী গ্রামের নুর ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও গাগড়াখালি গ্রামের আল আমীন হামলা করে। তারা চিহ্নিত অপরাধী, নানা প্রকার অসামাজিক কাজের সঙ্গে জড়িত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়া, স্বতন্ত প্রার্থী অধ্যপক আবু সাইয়িদের পক্ষে ভোট চাওয়া ও আসন্ন উপজেলা পরিষদে প্রার্থীতা ঘোষনা করায় প্রতি পক্ষরা তার উপর এ সন্ত্রাসী হামলা করেছে। এ ব্যাপারে আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও অদৃশ্যকারনে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। তিনি সর্বদা উৎকন্ঠায় রয়েছেন। সংবাদ সম্মেলনে দেলোয়ার আরো বলেন নামিক আসামিদের গ্রেপ্তার করে তাদের পিছনে কারা তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন জানান, থানায় জিডি হয়েছে, আসামি গ্রেপ্তারের চেস্টা চলছে।।