// পাবনা প্রতিনিধি : পাবনা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাসুত্রে জানাযায়, পাবনার উন্নয়ন নিয়ে নিয়ে কাজ চলছে সে ব্যাপার সকলের আন্তরিক হতে হবে এবং সহযোগীতা করতে হবে। ডেঙ্গু, নিপা ভাইরাস, শীত এবং রাসেল ভাইভার সাপ নিয়ে সবাইকে সর্তক থাকতে হবে। সার্বজনিন পেনশান নিয়ে জনচেতনতা গড়ে তুলতে হবে। চালের বাজার মনিটরিং জড়ালো করতে হবে। ইছামতি সার্ভে দ্রুত করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদেও সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নিবাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।