চাঁদাবাজির অভিযোগে রাজশাহী বিভাগের বাস চলবে না রংপুরে

// নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়িতে বাস আটকে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী থেকে কোনো যাত্রীবাহী বাস রংপুরে চলাচল করবে না বলে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছেন। তাই গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে রাজশাহী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আমিনুল ইসলাম তিনি বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাসগুলো থেকে চাঁদাবাজি করা হচ্ছে। এর প্রতিবাদে কুড়িগ্রাম-রংপুরের বাস বন্ধ করা হয়েছে। এর সঙ্গে একাত্মতা জানিয়ে রাজশাহী বিভাগের কোনো বাস রংপুর বিভাগে না চলাচল করার সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন,আপাতত বাস চলাচলের ক্ষেত্রে রাজশাহীর মালিকদের কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে পলাশবাড়িতে। কুড়িগ্রাম থেকে তাদের চিঠি দিয়ে রংপুরের সঙ্গে বাস চলাচল বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। তাই রাজশাহীর কোনো বাস আর রংপুর যাচ্ছে না। এ বাসগুলো বগুড়া পর্যন্ত যাচ্ছে। তবে সন্ধ্যার মধ্যে সমস্যা সমাধানের কথা রয়েছে।