আদমদীঘিতে ফসলি জমি হতে মাটি কাটা ও রাস্তার ক্ষতিসাধনের অভিযোগে মামলা

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় ফসলি জমি হতে মাটি কাটা ও রাস্তা দিয়ে বহন করে ক্ষতিসাধনের অপরাধে একটি এস্কেভেটর (ভেকু),পাঁচটি ট্রাক্টর ও চার মোটরসাইকেল জব্দ করেছেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন। গত ১৬ জানুয়ারী মঙ্গলবার রাত ৩ টায় আদমদীঘি সদর ইউনিয়নের রেলওয়ে স্টেশনের অদুরে পানলা মৌজার আবাদি জমি থেকে এসব সরঞ্জামাদি জব্দ করেন। এ ঘটনায় আদমদীঘি সদর ইউনিয়ন ভুমি অফিসের ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা রায়হানা জান্নাত শিলা বাদি হয়ে ওই দিন অজ্ঞাতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলার বেশ কিছু এলাকায় কিছু ব্যক্তি অবৈধ ভাবে এস্কেভেটর (ভেকু) দিয়ে ধানি জমি হতে মাটি কেটে পুকুর খনন ও খননকৃত মাটি ট্রাক্টরের মাধ্যমে বহন করে রাস্তার ক্ষতিসাধন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন গত ১৬ জানুয়ারী রাত আড়াই টায় আদমদীঘি সদর ইউনিয়নের রেলওয়ে স্টেশনের অদুরে পানলা মৌজায় অভিযান চালিয়ে ধানি জমি হতে মাটি কাটা ও সেই মাটি ট্রাক্টরের মাধ্যমে বহন করে রাস্তার ক্ষতিসাধন করার সময় একটি এস্কেভেটর (ভেকু) মাটি কাটা মেশিন, ৫টি ট্রাক্টর এবং নম্বর বিহীন ৩টি ও একটি নম্বরসহ মোট চারটি মোটরসাইকেল জব্দ করেন। এসময় মাটি কাটার লোকজন পালিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী মামলা দায়ের নিশ্চিত করেন।