চার বছরের শিশু অপহরন, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী

// সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার আলোকচর গ্রামের আবু হাসেমের  সালমান নামে সাড়ে চার বছরের শিশু অপহরণ হয়েছে। শিশুর চাচার মোবাইল অ্যপসে দশ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে অপহরনের ঘটনাটি ঘটেছে। ঘটনার ২৪ ঘন্টা পার হলেও কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। সন্তান জীবিত কি মৃত উৎকন্ঠায় রয়েছে পিতা মাতাসহ আত্মীয়রা। 

থানা সুত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে আটটার দিকে সালমানকে খুজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সবাই খুজা খুজি করতে থাকে। এরই মাঝে ১০ টায় সালমানের চাচা সাদ্দামের মোবাইলে টেলিগ্রাম অ্যাপসে দশ লাখ টাকা নিয়ে পাশের গ্রামের আতাইকুলা- সুজানগর রাস্তার হিজলতলা নামক স্থানে টাকা রেখে সালমানকে আনতে ম্যাসেজ দেয়া হয়। এ ম্যাসেজ পেয়ে সালমানের পিতা আবু হাসেম আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে আর কোন ম্যাসেজ বা ফোন পাওয়া যায় না। এ বিষয়ে আতাইকুলা থানায় মামলা হয়েছে,  যার নং ৪ তারিখ ১৫/১/২০২৪। 

দীর্ঘ ত্রিশ ঘন্টা পার হলেও শিশু সালমান জীবিত কি মৃত তা নিয়ে উৎকন্ঠায় রয়েছে পিতা মাতাসহ পরিবার। 

আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান বলেন, থানায় মামলা হয়েছে,  সকল বিভাগের  সহযোগিতায় শিশুটিকে উদ্ধারের চেস্টা চলছে।