শীত ও কুয়াশায় বেড়ায় গম ও সরিষার ফলন বিপর্যয়ের শঙ্কা

// ওসমান গণি, বেড়া, পাবনা ঃ
কয়েক দিন ধরে তীব্র শীত ও শৈত্য প্রবাহ বিরাজ করায় পাবনার বেড়া উপজেলায় বিস্তীর্ন চরাঞ্চাল সহ বিভিন্ন
এলাকায় রবি ফসল গম ও তেল জাতীয় সরিষা ফসলের ব্যপক ফলন বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন চাষিরা।
চর সাঁড়াশিয়া গ্রামের কৃষক সাত্তার ব্যাপারি, নুরুল দর্জি,মালেক মন্ডল চরনাকালিয়া গ্রামের আজিজ মোল্লা, নবী
মোল্লা, আমজাদ মাস্টার, ইসমাঈল হাজী চর নাগদাহ গ্রামের কৃষক ও ইউপি সদস্য জাহিদ মোল্লা, সাইদ মোল্লা,
ইমদাদুল মোল্লাসহ অনেকেই বলেন দির্ঘ দিন ধরে প্রচন্ড শীত ও ঘনকুয়াশার কারণে সরিষা ও গম ফসলের ফুল ও
ফলে ম্যাদা ধরে যাচ্ছে। এতে করে সরিষা ও গমের ফলন বিপর্যয় হওয়ার শঙ্কায় রয়েছে এ অঞ্চলের কৃষকরা।
অপরদিকে চরাঞ্চালে উঠতি ডাল জাতীয় ফসল মাসকলাই ঘরে তোলা নিয়ে চাষিরা পড়েছে চরম বিপাকে। প্রচন্ড
হাড় কাঁপানো শীত ও কনকনে হিমেল হাওয়ায় শ্রমিকরা মাঠে কাজ করতে যেতে পারছে না। সময় মত মাসকলাই
তুলতে না পেরে ম্যাদা ধরে যাওয়া সহ ফসল বিনষ্ট হওয়ায় কৃষকেরা হশাত হয়ে পড়েছে। এ বিষয়ে বেড়া
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির বলেন এখনো পর্যন্ত গম ও সরিষা ফসলের তেমন কোন ক্ষতি
হয়নি। তিনি বলেন বর্তমানের এই বৈরী আবহাওয়া শীত ও কুয়াশা কেটে রোদ উঠলেই সবঠিক হয়ে যাবে। তিনি
বলেন এ বছর এ উপজেলায় গম চাষের লক্ষ্য মাত্রা ৩ হাজার ২শ ও সরিষা ৪ হাজার ৩শ ৩০ হেক্টর জমিতে
চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে