লালমনিরহাটে ৩ টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারাচ্ছেন

// লালমনিরহাট প্রতিনিধি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে ১৯জন প্রার্থীর মধ্যে ১৪জন প্রার্থী জামানত হারাচ্ছেন।

আইন অনুযায়ী, নির্বাচনে পড়া মোট ভোটের ৮ভাগের এক ভাগ না পাওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়।

১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) সংসদীয় আসনে ৫জন প্রার্থীর মধ্যে ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন। এখানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রার্থী হাবিব মোঃ ফারুক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোঃ আজম আজহার হোসেন, স্বতন্ত্র প্রার্থী কে এম আমজাদ হোসেন তাজু এর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনে ৭জন প্রার্থীর মধ্যে ৫জন প্রার্থী জামানত হারাচ্ছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী মোঃ মমতাজ আলী, জাতীয় পার্টির প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন, জাকের পার্টির প্রার্থী মোঃ রজব আলী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র প্রার্থী মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোঃ দেলাব্বর হোসেন এর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনে ৭জন প্রার্থীর মধ্যে ৬জন প্রার্থী জামানত হারাচ্ছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী মোঃ জাবেদ হোসেন, জাতীয় পার্টির প্রার্থী মোঃ জাহিদ হাসান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র প্রার্থী শ্রী হরিশ চন্দ্র রায়, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)র প্রার্থী মোঃ আশরাফুল আলম, তৃণমুল বিএনপির প্রার্থী মোঃ শামীম আহাম্মেদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রার্থী আবু তৈয়ব মোঃ আজমুল হক পাটোয়ারী এর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।