// আজিম উল্যাহ হানিফ
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়, সাবধানে চালালে গাড়ি,নিরাপদে ফিরবে বাড়ি ¯েøাগানে ২০১৮ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠা হওয়া ‘নিরাপদ চালক চাই’ সংগঠনের মুখপাত্র হিসেবে প্রকাশিত হওয়া শিল্প-সাহিত্যের ছোট কাগজ স্মৃতির পাতা-২০২৩ প্রকাশিত হয়েছে। নিরাপদ চালক চাই সংগঠন ও স্মৃতির পাতা ছোট কাগজের সাথে সম্পৃক্ত রয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ সরকার লিটন, রোকসানা ইসলাম দুলালী, সাহেব আলী, একেএম সাইফুর রহমান সুমন, কমল চন্দ খোকন, নাসিমা বিশ^াস, বেলায়েত হোসেন, ওমর ফারুক ভূইয়া, শিপন হোসেন মানব, রেজাউল করিম ভূইয়া, আবদুল হান্নান, রাহাত চৌধুরী, সাজ্জাদ হোসেন সরকার, দেে লায়ার হোসেন জীবন, নিলাঞ্জন দাশ, ইমরান খান, এডভোকেট জাফর আলী, বীরমুক্তিযোদ্ধা সাঈদ আহমদ, ওমর কাইয়ুম পলাশ, ডা. আবদুল আউয়াল সরকার, আবদুর রহমান সাইফ, নুরুল আলম সেলিম মিয়াজী, সাংবাদিক ওমর ফারুকী তাপস, শ্যামল বড়ূয়া ববি, জোৎ¯œা আক্তার, জোনাকি মুন্সি, আল আমিন, আব্বাস উদ্দিন, জামাল উদ্দিন দামাল, মো: সিরাজুল ইসলাম, রোকসানা মজুমদার সুখী, কাজী নাসিমা সাথী, নাসিমা বেগম, সেলিনা আক্তার, বিলকিস আক্তার প্রীতি, সানজিদা রোমানা, তাসলিমা আক্তার ইতি, শামীম হক মজুমদার। এস এম মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক, প্রফেসর রুহুল আমিন ভূইয়া, ড. মুহাম্মদ জমির হোসেন, অধ্যক্ষ ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ, ডা. মুজিবুর রহমান, ডা. আতাউর রহমান জসিম, আলহাজ¦ আনিছুর রহমান আখন্দ, কবি আবদুল কাইয়ুম, মাওলানা আবদুল মতিন, বদরুল হুদা জেনু, দিলনাশী মোহসেন, আবুল হাসানাত আজাদ, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদ, মোহাম্মদ শাহজাহান, গীতিকবি সফিকুল ইসলাম ভূইয়া, রেহেনা রহমান, হুমায়ুন কবির, আবদুল খালেক মোল্লা, মামুন কবির চৌধুরী, তাহমিনা বেগম প্রমুখ। বাংলাদেশে নিরাপদ চালকের ভূমিকা শিরোনামে লিখেছেন প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক, সড়ক দূর্ঘটনাও আমরা বিষয়ে উপসচিব ড. সফিকুল ইসলাম, একটি সম্ভাবনাময় ব্যতিক্রমী উদ্যোগ নিরাপদ চালক চাই শিরোনামে-বাংলা একাডেমির উপ-পরিচালক প্রশাসন ড. সাহেদ মন্তাজ, নিরাপদ চালক ও বাস্তবতা বিষয়ে বদরুল হুদা জেনু, সড়ক যেন মরণফাঁদ বিষয়ে অধ্যাপক রাহুল তারণ পিন্টু, একটি মানব হিতেষী সংগঠন নিরাপদ চালক চাই শিরোনামে-মো: নুরুল আলম সেলিম মিয়াজী। কবিতা লিখেছেন মো: আলী আশরাফ মোল্লা, কবি শিপন হোসেন মানব, রোকসানা সুখী, অধ্যক্ষ গৌরঙ্গ দাস, সফিকুল ইসলাম ঝিনুক, এডভোকেট দিলীপ কুমার চন্দ প্রমুখ।