পাবনা- ১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের মিছিলে হামলা, পাল্টা হামলা,তিন মামলায়  উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ আসামী ৮০, আটক-৩

// সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ

 ৬৮পাবনা- ১ আসনের (সাঁথিয়া-বেড়ার আশিংক) স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এর প্রচারণা মিছিলে নৌকা সমর্থকদের হামলায় পাল্টা পাল্টি হামলা, ভাংচুরের ঘটনায় শুক্রবার রাতে সাঁথিয়া থানায় তিনটি মামলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদ বাদি হয়ে সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল বাচ্চুসহ প্রায় ৪০ জনকে আসামী করে। অপর মামলায় সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন বাদি হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও সাবেক পৌর মেয়র মিরাজুল ইমলাম মিরাজসহ আসামী প্রায় ৪০ জন। 

এর আগে শুক্রবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এর প্রচারণা মিছিলে নৌকা সমর্থকদের হামলায় পাল্টা পাল্টি হামলা, ভাংচুরের ঘটনায়  , স্বতন্ত্র প্রার্থী সমর্থক বেড়া উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলালসহ ২০জন আহত হয়েছে। আহতদেরকে সাঁথিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে। 

 শুক্রবার সন্ধ্যায সাঁথিয়া পৌর সদরের বোয়াইলমারী বাজারে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বোয়াইলমারী বাজারে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয। সভা শেষে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী মিছিল বের করেন নেতাকর্মী সমর্থকরা। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের অফিস পার হওয়ার সময পিছন থেকে ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায নৌকার সমর্থকরা। 

এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওযা পাল্টা ধাওযা ও সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়।

অপর দিকে নৌকার সমর্থকদের ধাওয়া খেয়ে ট্রাকের সমর্থকরা বোয়ালমারি বাজারে অবস্থান নেন। এ সময় নৌকার সমর্থকরা করমজা থেকে সাঁথিয়া প্রবেশ করার পথে তাদের উপর হামলা চালায় ট্রাকের সমর্থকরা। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়। আহতদের সাঁথিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্বতন্ত্র প্রার্থী সমর্থক সাঁথিয়া সাবেক মেয়র মিরাজুল ইসলাম জানান, মিছিলটি উপজেলা আওয়ামী লীগের অফিস পার হওয়ার সময পিছন থেকে ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায় নৌকার সমর্থকরা। এসময় তাদের ইট পাটকেলের আঘাতে বেড়া উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল(৫০), সুজন(২৮),আনোয়ারসহ ১০জন আহত হয়। ট্রাকের সমর্থকদের দ্বারা আ,লীগের অফিস ভাংচুরের ঘটনা ঘটেনি। এটি সাজানো নাটক মাত্র।নৌকার সমর্থক সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আল খান জানান, ঘটনার সময় আমি কাশিনাথপুর একটি নিবার্চনী সভায় ছিলাম। ফোনে জানতে পারলাম যে, স্কতন্ত্র প্রার্থীর সমর্থকরা আওয়ামীলীগের অফিস ভাংচুর করেছে। এসময় অফিসের পিয়ন ইনামুলকে মারপিট করে আহত করেছে। এছাড়াও বোয়াইলমারী বাজারে নৌকার সমর্থকদের মারপিটসহ হোন্ডা ভাংচুর করেছে। আমি এঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।

পৃথক দুটি ঘটনায় সাঁথিয়া থানায় ৩টি মামলায় আসামী প্রায় ৮০/৯০ জন।  তিন মামলায় তিনজন কে আটক করা হয়েছে। আটককৃতরা হলো রুবেল (৩৫), কালু(৪৫), সুজা(৪৫)। তাদেরকে শনিবার দুপুরে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থীর একটি মিথিল উপজেলা আওয়ামীলীগ অফিস পার হওয়ার সময় পিছন থেকে দুস্কৃতিকারীরা ইট পাটকেল ছোঁড়ে  এসময় উপজেলা আওয়ামীলীগের অফিসের আসবাবপত্র ও বোয়াইলমারী বাজারে নৌকা সমর্থকদের মারপিটসহ হোন্ডা ভাংচুর হয়েছে বলে শুনেছি। এসকল ঘটনা তদন্ত কের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।##