// মোবাইলের পাশাপাশি কম্পিউটার ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য ওয়েব এক্সটেনশন বহুল জনপ্রিয়। হোয়াটসঅ্যাপে অনেক বদল আনা হলেও এবার বদল আনা হচ্ছে এক্সটেনশনে।
নতুন আপডেটে সাইডবারে আনা হবে অনেক পরিবর্তন। এমনকি ডার্ক মোডেও আনা হচ্ছে বদল। শুধু তাই নয়, ওয়েব ক্লায়েন্ট থেকেই সরাসরি এখন ইউজার নেইম তৈরি করা যাবে। অর্থাৎ পিসিতেও এখন পাওয়া যাচ্ছে পূর্ণ স্বাধীনতা।
ওয়েবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েব ক্লায়েন্ট নামক নতুন ফিচারের মাধ্যমে এখন সবাই পাসওয়ার্ড না দিয়ে নিরাপদেই ওয়েবে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন। ইউজাররা তাদের ইউজার নেমও যখন ইচ্ছে বদলাতে পারবেন।
ডার্ক থিম এমনভাবে বদলানো হবে যাতে চোখে বাড়তি চাপ না পড়ে। আর সাইডবারের পরিবর্তনে ব্যবহার করার সুবিধাও বাড়বে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস