// আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০জন গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশন পূর্ণ হয়েছে। বুধবার আনুষ্ঠানিক এই ১০০জন পূর্তি উদযাপন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ-আল- আজিজ জানান, র্দীঘ ৪৯ বছর পর অপারেশন থিয়েটার ২০২২ সালের বিজয়ের মাসে চালু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে বিজয়ের মাসে ১৫ ডিসেম্বর ২০২২ সালে সিজারিয়ান সেকশনের মধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার শুভ উদ্বোধন হয়েছিল। আজ সেই বিজয়ের মাসে ১০০তম সিজারিয়ান সেকশন সম্পন্ন হল। বিজয়ের মাসে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আটঘরিয়া উপজেলাবাসীকে এই সেবা দিতে পেরে আমরা আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন আরএমও ডাঃ মেঃ কাউসার আহম্মেদ, ডাঃ মোঃ কামরুল ইসলাম, ডাঃ তৌফিক এলাহী, ডাঃ ফাইরুজ পারভীন তানিয়া প্রমুখ।