// সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ার শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের সহযোগিতায় বুধবার সকালে পুলিশ লাইন্সে ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্রস্বরূপ ভালো মানের কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে পরম মমতায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
এসময় তিনি বলেন, প্রচন্ড এই শীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা প্রচুর কষ্ট করেন। তাদের কষ্ট লাঘবে সমাজের বিত্তশালী ও সামজিক সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত। ইতিমধ্যে যারা এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এদিকে শীতের শুরুতেই অসহায় মানুষেরা জেলা পুলিশের উপহারস্বরুপ এই কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টদের প্রতি।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার যথাক্রমে স্নিগ্ধ আখতার ও মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ্, কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের প্ল্যান্ট ম্যানেজার ফরহাদ হোসেন, ম্যানেজার (এইচআর ও এডমিন) মাহবুবুল হক প্রমুখ।