// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
তীব্র শীতে গভীর রাতে ভাসমান ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ঈশ্বরদী মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। শনিবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে ঈশ্বরদী বুকিং অফিস ও জংশন স্টেশনে ভাসমান অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে পড়েছে। শীতের প্রকোপে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট বেড়েই যায়। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মানুষের দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকে সবাই মিলে শীতে ফুটপাতে, স্টেশনে বা খোলা আকাশের নিচে বসবাসকারী অসহায় ছিন্নমূল মানুষের পাশে সামর্থ্যের ভিত্তিতে সহযোগিতার হাত প্রসারিত করা দরকার।
কম্বল বিতরণের সময় সহকারী কমিশনার (ভূমি) টি. এম. রাহসিন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মাসুদ রানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল্লা আল মামুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।