// সঞ্জু রায়, বগুড়া:
বগুড়া মাঝিড়া সেনানিবাসে দ্বিতীয় টিএমএসএস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বগুড়া গলফ ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ক্লাবের প্রেসিডেন্ট জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি।
এই টুর্নামেন্ট আয়োজনের জন্য ২য় টিএমএসএস কাপ গলফ টুর্নামেন্ট এর এর উর্দ্ধতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধান অতিথি। এ সময় গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বগুড়া গলফ ক্লাব বিভিন্ন গলফ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর টিএমএসএস বড় পরিসরে ২য় বারের মত প্রতিযোগিতাটির আয়োজন করে। প্রতিযোগিতাটি বৃহস্প্রতিবার (২১ ডিসেম্বর) হতে শুরু হয়ে শনিবার (২৩ ডিসেম্বর) শেষ হয়।
এই প্রতিযোগিতায় বগুড়া অঞ্চলসহ বিভিন্ন স্থান হতে ১২৩ জন গলফার অংশগ্রহণ করেন। সবার মাঝে গলফ খেলাটিকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে বগুড়া গলফ ক্লাবের বিভিন্ন প্রয়াস চলমান রয়েছে। উক্ত অনুষ্ঠানে টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও ক্লাবের অসামরিক সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।