// সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ায় শুক্রবার দিনব্যাপী শহরের নর্থ ওয়ে মোটেলের সভাকক্ষে প্রাণবন্ত আয়োজনে বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়া জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাচিপ বগুড়ার সভাপতি ডা: সামির হোসেন মিশু। তিনি বলেন, তৃণমূলে দন্ত চিকিৎসায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন ডেন্টাল টেকনোলজিস্টরা যা স্বাস্থ্য বিভাগের সামগ্রিক অর্জনেও ভূমিকা রাখছে। প্রান্তিক পর্যায়ে এমনও রোগী রয়েছে যাদের স্বল্প খরচে চিকিৎসা সেবা দেয়ার কারণে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব হচ্ছে। তিনি সভায় উপস্থিত সকলকে নিজেদের সীমাবদ্ধতার মধ্যে থেকে নিয়ম মেনে ইতিবাচক ধারায় সেবা প্রদানের লক্ষ্যে শুভ কামনা জানান। সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদারের সার্বিক পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: শাহনাজ পারভীন। সভায় বিডিপি’র সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মোশারফ হোসেন ও আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক ইকবাল আনসারী, শুভ সরকার, নিশান, ইসমাইল হোসেন, মোর্শেদুর রহমান, রুবেল মিয়াসহ শতাধিক সদস্য প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন। সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন শেষে অনুষ্ঠানে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় যেখানে ১০ জন বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দেন ডা: মিশু।