// আজিম উল্যাহ হানিফ
১৯৬৮ সালের ৪ঠা ফেব্রুয়ারী কুমিল্লা শহরের রাজগঞ্জ এলাকায় (কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড) জন্মগ্রহণ করেন রাহুল তারণ পিন্টু। পেশায় অধ্যাপনা হলেও মননে একজন সংগঠক ও লেখক। পিতা-এডভোকেট খিতীশ চন্দ্র তারণ, মাতা-অঞ্জলী তারণ। ১ ভাই ১ বোন। বোন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে মাস্টার্স ও এলএলবি করে বর্তমানে গৃহিনী। তিনি ১৯৮৩ সালে জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন, ১৯৮৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। ১৯৮৫-৮৬ ব্যাচ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে অনার্স পাশ করেন। ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে ২১তম ব্যাচে এম.কম পাশ করেন। ১৯৯৪ সালে কুমিল্লা আইন কলেজ থেকে এলএলবি পাশ করেন। ১৯৯৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সহধর্মিনীও মাস্টার্স ও এলএলবি কমপ্লিট করা । দাম্পত্য জীবনে এক ছেলে, এক মেয়ে। মেয়ে এমবিএস ফাইনাল ইয়ারে অধ্যয়নরত, ছেলে ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী। চাকরি জীবনে- চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সদরের মেহের ডিগ্রি কলেজে দীর্ঘ ২৯ বছর অধ্যাপনায় দায়িত্ব পালন করছেন তিনি-কমলাঙ্ক সাহিত্য একাডেমির কোষাধ্যক্ষ, কুমিল্লা আইন কলেজ ছাত্র সংসদ-১৯৯৪ ডিজিএস, শাপলা কুড়ি আসরের সাবেক আহবায়ক, ছাত্র যুব ঐক্য পরিষদ-কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি, কুমিল্লা জিলা স্কুল-৮৩ ব্যাচ সমন্বয়ক, কুমিল্লা কালচারাল কমপ্লেক্স-সাবেক নিবার্হী সদস্য, রামকৃঞ্চ মিশন-কুমিল্লার আজীবন সদস্য, ভোরের কাগজ পাঠক ফোরামের সহ-সভাপতি, বিনয় সাহিত্য সংসদের সদস্য, উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য, ভাষাসৈনিক আবদুল জলিল (১৯৩৬-২০১৯)পরিষদের সদস্য, শামছুল করিম দুলাল(১৯৭৫-২০১৭) স্মৃতি সংসদের সদস্য, সায়েম মাহবুব (১৯৭২-২০২৩) স্মৃতি সংসদের সদস্য, কবি এস এম আবুল বাশার (১৯৩৫-২০২৩) স্মৃতি সংসদের সদস্য, কবি আসাদ চৌধুরী (১৯৪৩-২০২৩) স্মৃতি সংসদের সদস্য, উষসী পরিষদের সদস্য, নবাব ফয়জুন্নেছা (১৮৩৪-১৯০৩) ফাউন্ডেশনের সদস্য, নিরাপদ চালক চাই সদস্য, সবুজকুড়ি খেলাঘর আসর কুমিল্লা জেলা শাখার সভাপতি, ২০০৪,২০২৩ সালে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে উপজেলা পর্যায়ে পুরষ্কার গ্রহণ, সমতটের কাগজ কতৃক শিক্ষক সম্মাননা-২০২২, সৃজনশীল সংগঠক হিসেবে ২০২৩। সহপাঠী বন্ধু হিসেবে পেয়েছেন-ডক্টর মেহেদী হাসান, মাসুদা তোফা, সেলিম রেজা সৌরভ, ডা. আতাউর রহমান জসীম, কবি জাকির হোসেন কামাল, প্রফেসর মুজিব রহমান প্রমুখ। লেখালেখি করছেন কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও অনলাইন পত্রিকাগুলোতে। সোশ্যাল মিডিয়াতে লেখালেখিতে তিনি এক্টিভ। শহরের পরিচিত মুখ হিসেবে সুপরিচিত তিনি।
লেখক: আজিম উল্যাহ হানিফ, কবি ও কলামিস্ট।