// রফিকুল ইসলাম সুইট : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় আনন্দঘন পরিবেশে পাবনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে পাবনা জেলা প্রশাসন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা জেলা বিএনপি, পাবনা পৌরসভা, জেলা পরিষদ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, গণপুর্ত, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, সড়ক ও জনপথ, সরকারি মহিলা কলেজ, পাবনা কলেজ, পাবনা প্রেসক্লাব, হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ, পাবনা সংবাদ পত্র পরিষদ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, জেল সুপার , ইসলামিক ফাউন্ডেশণ, জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ড্রামা সর্কেল, থিয়েটার ৭৭, গণমঞ্চ, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’ এ পুষ্পস্তবক অর্পণ করেন। জেলার সকল উপজেলা প্রশাসন, জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহে ব্যাপক কর্মসুচী পালিত হয়।
বিজয় দিবস উপলক্ষে সুর্য্যদোয়ের সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১ বার তপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন,পুস্পার্ঘ অর্পন, কুজকাওয়াজ, শুটিং প্রতিযোগীতা, আলোক সজ্জা, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, পুরুস্কার বিতরণ এবং আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেয়া হয়।
জেলা প্রশাসন: জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, ডিডিএলজি সাইফুর রহমান, এডিএম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, মাহফুজা আকতার,পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, চন্দন কুমার চক্রবর্তী, সাইফুল ইসলাম বাবলু, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিথি রফিকুল ইসলাম সুইট, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি মাজহারুল হক, সদর ই্উএনও প্রমূখ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন-এর নেতৃত্বে আনন্দ র্যালি বের করা হয়। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং র্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকে অংশগ্রহণ কেরন। র্যালি শেষে স্বাধীনতা চত্বরে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।শ্রদ্ধাঞ্জলি শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ‘দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে চিত্র উদ্বোধন করেন। এদিকে ভোরে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।
জেলা আওয়ামীলীগ রাত ১২.০১ মিনিটে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ও দুর্জয় পাবনায় পুষ্পার্ঘ অর্পণ, সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, আওয়ামী লীগ নেতা কামিল হোসেন, বিজয় ভুষন রায়, লিয়াকত তালুকদার, শহিদুল ইসলাম রতন, শাওয়াল বিশ্বাস, অধ্যাপক আমিরুল ইসলাম, এ্যাড, তসলিম হাসান সুমন, শাজাহান মামুন, সোহেল হাসান শাহীন, কৃষক লীগ নেতা শহীদুর রহমান শহীদ, তৌফিক উল আলম, যুবলীগ নেতা আলী মর্তুজা বিশ্বাস সনি, শিবলী সাদিক, মহিলা আওয়ামী লীগ নেতা শামসুন্নাহার রেখা, যুবমহিলা লীগের আরেফা খানম শেফালি, কোহিনুর ফেরদৌস কনা, আইরিন কিরিয়া কেকা, শায়লা আকতার ইলাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
পুলিশ প্রশাসন: পুলিশ সুপার আকবর আলী মুনসীর নেতৃত্বে দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা সহ নানা কর্মসুচী পালন করে। সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে র্যালী বের হয়ে দুর্জয় পাবনায় পুষ্পার্ঘ অর্পন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা সহ নানা কর্মসুচী পালন করে। সকালে দলীয় কার্যালয় থেকে র্যালী বের হয়ে দুর্জয় পাবনায় পুষ্পার্ঘ অর্পন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা পরিষদ : দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালন করে। সকালে দুর্জয় পাবনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, দোয়া মাহফিল, আলোক সজ্জা, আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন, জলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন সহ কর্মকর্তা, কাউন্সিলর, কর্মচারীগণ।
পাবনা পৌরসভা দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালন করে। সকালে দুর্জয় পাবনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, দোয়া মাহফিল, আলোক সজ্জা, আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, সচিব দুলাল উদ্দিন, প্রকৌশলী ওবায়দুল হক, প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমূখ।
পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জেলা প্রশাসকের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, চন্দন কুমার চক্রবর্তী, আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
পাবনা প্রেস ক্লাব নানা আয়োজনে দিবসটি উৎযাপন করে। পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালন করে। ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতীন খান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, শহীদুর রহমান শহীদ, রাজিউর রহমান রুমি, কাজী মোর্শেদ বাবলা, রফিকুল ইসলাম সুইট, বিজভী জয়, ইমরোজ খন্দকার বাপ্পি প্রমূখ।
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালন করে। সকালে দুর্জয় পাবনায় পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা, কোরান খানী,দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে ডিডি ইমামুল ইসলামে সভাপতিত্বে অংশ গ্রহন করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুস শাকুর জিহাদী সহ কর্মকর্তা এবং মাওলানা গণ।
হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালন করে। সকালে পুষ্পার্ঘ অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালন করে।অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন, উপাধ্যক্ষ মো, নায়েব আলী, সহকারী অধ্যাপক আব্দুর মোমেন, মিজানুর রহমান, রফিকুল ইসলাম হুদা, ইউনুস আলী, হাতেম আলী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
গণপুর্ত বিভাগ বিজয় দিবস উপলক্ষে র্যালী, দুর্জয় পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন তত্বাবধায়ক প্রকৌশলী দেবাশিষ চন্দ্র সাহা, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান , উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার, মারুফ হোসেন, মিজানুর রহমান, মিরাজুল ইসলাম সহ কর্মকর্তা কর্মচারী গণ।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বিজয় দিবস উপলক্ষে র্যালী, দুর্জয় পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান মন্ডল, প্রকৌশলী এইচএএম রবিউল আওয়াল রিজভী,ফারুক হোসেন সহ কর্মকর্তা কর্মচারী গণ।
বিভাগীয় বন বিভাগ বিভাগ বিজয় দিবস উপলক্ষে র্যালী, দুর্জয় পাবনায় পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। ।
সড়ক ও জনপথ বিভাগ বিজয় দিবস উপলক্ষে র্যালী, দুর্জয় পাবনায় পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন তত্বাবধায়ক প্রকৌশলী শমীরণ রায়, নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ,প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, প্রকৌশলী সাদেকুর রহমান সহ কর্মকর্তা কর্মচারী গণ।
সিভিল সার্জন বিভাগ বিজয় দিবস উপলক্ষে র্যালী, দুর্জয় পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, ডেপুটি সিভিল সার্জন ডা. সৌমিত্র বসাক,ডা. জাহিদ হাসান, ডা. রহিম উদ্দিন. রবিউল ইসলাম, আব্দুস সাত্তার সহ কর্মকর্তা কর্মচারী গণ।
জেলা খাদ্য নিয়ন্ত্র বিভাগ বিজয় দিবস উপলক্ষে র্যালী, দুর্জয় পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আল নাঈম, ইন্সেপেক্টও রেজাউল ইসলাম, মতিয়ার রহমান, শরীফুল ইসলাম, মোহম্ম্দ আলী সহ কর্মকর্তা কর্মচারী গণ।
পাবনা জেলা কারাগার: জেল সুপার নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে র্যালী, দুর্জয় পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলার আনোয়ার হোসেন, ডেপুটি জেলার মো. মেহেদী সহ কর্মকর্তা কর্মচারী গণ।
আঞ্চলিক পাসপোর্ট অফিস : এডি মাজহারুল হক এর নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে র্যালী, দুর্জয় পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবি সমিতি: বিজয় দিবস উপলক্ষে র্যালী, দুর্জয় পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন আইনজীবি সমিতির সভাপতি আকতারুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু, এ্যাড. হোসেন শহীদ সরোয়ারদী,এ্যাড, খন্দকার আব্দুর রকির, এ্যাড. তৌফিক ইমাম খান, এ্যাড. আহসান হাবিব হাসান প্রমূখ।
পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পাবনা ২৫০ শয্যা হাসপাতাল, পাবনা মানসিক হাসপাতাল, পাবনা মেডিকেল কলেজ, ডাক বিভাগ, জেলা সমাজ সেবা অফিস, জেলা পরিবার পরিকল্পনা অফিস, জেলা ইসলামিক ফাউন্ডেশন, জেলা পরিসংখ্যান অফিস, মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, জেলা শিল্পকলা একাডেমী, আনসার ভিডিপি, নাসিং কলেজ, প্রাণী সম্পাদ কার্যালয়, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা হিসাব রক্ষক অফিস সহ সকল উপজেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।