উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈশ্বরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে সকালে ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন বধ্যভূমিতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতার সূচনা হয়।

এসময় উপজেলা পরিষদ, পৌরসভা, ঈশ্বরদী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, সাহিত্য-সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,  ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।