// আজিম উল্যাহ হানিফ :
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স-২০২০-২১ সেশনের বিদায় অনুষ্ঠান সোমবার (১১.১২.২৩) কলেজের বিভাগীয় সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ওমর ফারুকের প্রাণবন্ত সঞ্চালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন কামরুল ইসলাম। পরে জাতীয় সংগীত পরিবেশন হয় সম্মিলিতভাবে। বিভাগীয় প্রধান প্রফেসর একেএম জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান। তিনি বলেন-তোমরা এসেছো জ্ঞান অন্বেষণ করতে,জ্ঞান নিয়ে চলে যাবে, পাশাপাশি পাবে একটি মূল্যবান সাফিফিকেট। জীবনের গতিতে তোমাদের জড়িয়ে পড়তে হবে কর্মের দিকে। বেঁচে থাকার জন্য করতে হবে কর্ম। তোমাদের জন্য শুভ কামনা, দোয়াও ভালোবাসা। আশা করি সৎ ভাবে উপার্জন করবে ও বেঁচে থাকবে। তোমাদের মনে রাখতে হবে তোমরা দেশের শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠে লেখাপড়া করেছ।” বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদের সম্পাদক মো: মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান ভূইয়া, প্রভাষক মো: শাহজাহান, প্রভাষক মহিউদ্দিন, । বিদায়ী ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন নাজমুল হাসান, খাইরুল কোভিদ, মাহমুদা আক্তার, গোলাম কিবরিয়া, আল আমিন, ওসমান গণি, আজিম উল্যাহ হানিফ, শরীফ, মিজান, মাওলানা রাসেল, মনিরুল ইসলাম প্রমুখ।