আদমদীঘিতে প্রতিপক্ষের মারপিটে শাশুড়ি বউসহ ৪জন আহত

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে শাশুড়ী, ছেলে ও ছেলের বউসহ ৪জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় আদমদীঘির সাঁকোয়া গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই গ্রামের ইসলাম হোসেন বাদি হয়ে একই গ্রামের জহুরুল, তার স্ত্রী মিনারাসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানায়. আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির সাঁকোয়া গ্রামের ইসলাম হোসেন ও জহুরুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে। গত রোববার বেলা ১১ টায় ইসলাম হোসেনের বাড়ির সীমানায় চুলা ঘরের ছাউনি দেয়ার জন্য তার মা রেহেনা বেগম (৫০) ও তার স্ত্রী শাহনাজ বেগম বাঁশ পুতে বেড়া দেয়ার চেষ্টা কালে প্রতিপক্ষ জহুরুল ইসলাম তার স্ত্রী ছেলে মেয়েরা বাঁধা দেয়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ জহুরুল ইসলামসহ তার লোকজন লাঠি সোডায় সজ্জিত হয়ে বিধবা রেহেনা বেগম, তার প্রতিবন্ধী ছেলে রায়হানম, ইসলাম হাসেন ও তার স্ত্রী শাহনাজ বেগমকে এলাপাথারী মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। সাঁকোয়া গ্রামে গিয়ে জহুরুল ইসলামসহ তার পরিবারকে পাওয়া যায়নি। তারা ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছে বলে গ্রামবাসি জানান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।