জলবায়ু ন্যায্যতার দাবীতে চাটমোহরে সাইকেল র‌্যালী

// চাটমোহর (পাবনা) প্রতিনিধি
জলবায়ু ন্যায্যতার দাবীতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় পাবনার চাটমোহরে বাই সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ওয়াটার কিপার বাংলাদেশ, বেসরকারী সংস্থা হারডো ও দৈনিক আমাদের বড়াল পত্রিকার আয়োজনে চাটমোহরে এ র‌্যালী অনুষ্ঠিত হয়। চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজুর সভাপতিত্বে বালুচর খেলার মাঠে জলবায়ু ন্যায্যতা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনাকালে হারডো নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ প্রমুখ বক্তব্য রাখেন। বালুচর খেলার মাঠ থেকে শুরু হওয়া র‌্যালিটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে বালুচর খেলার মাঠে এসে শেষ হয়।