// ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং দেশটির বর্তমান (যুদ্ধকালীন) মন্ত্রীসভার সদস্য গাদি আইসেনকোটের ছেলে মেজর গাল আইসেনকোট উত্তর গাজায় নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর বরাতে গতকাল বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।
ইসরায়েলি গণমাধ্যম বলছে, উত্তর গাজায় একটি টানেল শ্যাফট বিস্ফোরণে গুরুতর আহত হন গাল আইসেনকোট। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
গাদি আইসেনকোটের ছেলের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এ ঘটনায় তার ও তার স্ত্রীর ‘হৃদয় ভেঙে গেছে’। গাল আইজেনকোট ‘সত্যিকারের বীর’ ছিল। আমাদের বীরেরা এমনি এমনি মরছে না। বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।