ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

// মনজিল আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশে পরিপূর্ণ হৃদরোগ চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠার জনক জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক ডিসেম্বর সকাল ৯টা ৪০ মি)-এ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁরই স্মরণে ৭ ডিসেম্বর ২০২৩ বিকেল সাড়ে ৪ টায় জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ (subsidiary) প্রতিষ্ঠান সমূহের উদ্যোগে জিয়া হার্ট ফাউন্ডেশন এর অডিটোরিয়াম হলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় স্মরণ সভায় জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডঃ সুধা রঞ্জন রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, কার্ডিওলজিস্ট বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোঃ মেজবাহ উল ইসলাম, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ মোস্তফা বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেজবাহ আলম। স্মরণসভা শেষে তাঁর রুহে মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় উত্তর দেওয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ রেজাউল করিম।
এ সকল অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ শফিকুর রহমান পিন্টু।