// ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ(এনডিএফবিডি) এর ২১তম পূর্তি উপলক্ষে বগুড়ায় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সরকারি আজিজুল হক কলেজের মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসান।
এনডিএফবিডির কেন্দ্রীয় কমিটির কো- চেয়ারম্যান ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক আবু আউয়াল সরদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সবুর উদ্দিন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আমিনুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, এনডিএফবিডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অরুপ রতন শীল, সহ- সম্পাদক মেহেরুন নেছা ইতি, সরকারি আজিজুল হক কলেজের পুণ্ড্র ডিবেটিং ক্লাবের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক রুহুল আমিন আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বারোয়ারি বিতর্কে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। খবর বিজ্ঞপ্তির