// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন‘র মনোনয়ন পত্র যাচাই-বাচাই শেষে বৈধ ঘোষনা করা হয়েছে। আজ ৪ ডিসেম্বর মৌলভীবাজার জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম যাচাই-বাচাই শেষে এ ঘোষনা দেন। জানা গেছে- তরুন উদ্যাক্তা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ রুহুল আমিন, লন্ডন টাওয়ার হেমলেন্টসের সাবেক কাউন্সিলর ও রুহুল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। যুক্তরাজ্য জাতীয় পার্টি শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক ও পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। এ ব্যপারে জানতে চাইলে মৌলভীবাজার-৩ আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন একটি সুখী, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক ডিজিটাল জেলা হিসাবে গড়ে তুলার ঘোষনা দিয়ে বলেন- আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে কৃষি,শিক্ষা, স্বাস্থ্য, উন্নত যোগাযোগ প্রযুক্তিসহ ডিজিটাল বাংলাদেশ নির্মানে যে দক্ষতা প্রয়োজন তা আমার আছে। এসব বাস্তবায়নে পরিকল্পিত উদ্যোগ ও বাস্তবায়নে কাজ করবো। তিনি মৌলভীবাজার-৩ আসনের সকল সম্মানিত নাগরিক, ভোটার, জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ সকলের সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য- মৌলভীবাজার-৩ আসনে ১১ প্রার্থীর মধ্যে ৬ জনের প্রার্থীতা বৈধ ও ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলৈন- স্বতন্ত্র প্রার্থী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রহিম সিআইপি, বাংলাদেশ ইসলামি ঐক্যফ্রন্টের মো: আব্দুর রউফ, জাকের পার্টির মো: আব্দুল কাইয়ুম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ফাহাদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মো: জিল্লুর রহমান, জাসদ নেতা আব্দুল মোসাব্বির, ওয়ার্কাস পার্টি তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির দুই নেতা আলহাজ্ব মোঃ রুহুল আমিন এবং আলতাফুর রহমান ও এনপিপির মোঃ আবু বকর। আগামী ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর প্রার্থীরা এই ঘোষণার বিপরীতে আপিল করতে পারবেন।