মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

// মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: রাজিব সাহা, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

সভায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবি দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন উপ কমিটির গঠন করা হয়। 

উক্ত সভায় প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি সহ  শিক্ষক সাংবাদিক উপস্থিত ছিলেন।