// নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি:
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল মানছে না কেউ। রাজশাহীতে হরতালকে উপেক্ষা করে মহাসড়কে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল ছিল স্বাভাবিক। এছাড়াও মহানগরীতে যান চলাচল ছিল চোখে পড়ার মত। অফিস, আদালত ও বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরগুলোর কার্যক্রমও চলছে আগের নিয়মে। এছাড়া নগরীতে কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর। মাঠে আছে বিজিবি ও র্যাবের টহল দল। গতকাল রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে রাজশাহী নগরীর সকালে সাহেববাজার, সাগরপাড়া, স্টেশন, নিউমার্কেট, তালাইমারী, কাজলা, লক্ষীপুর ও কোর্ট এলাকা এলাকা ঘুরে দেখা গেছে কোথাও হরতাল সমর্থনে চোখে পড়েনি পিকেটিং বা মিছিল। হরতালকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর পাশাপাশি সড়ক, মহাসড়কে টহল জোরদার করেছে পুলিশ। এছাড়াও মাঠে আছে র্যাব ও বিজিবি। নগরীর ভদ্রা ও রেলগেট ঘুরে দেখা গেছে, বাসসহ ছোট বড় যানবাহনগুলো স্বাভাবিক নিয়মে চলাচল করছে। দূরপাল্লার কয়েকটি বাসও ছেড়ে যাচ্ছে। তবে ঢাকাগামী বাসগুলো বন্ধ রাখা হয়েছে। ভদ্রায় রংপুরগামী একটি বাসের চালক কামাল হোসেন বলেন, হরতাল মনেই হচ্ছে না। আগের নিয়মে বাস চলছে। আমাদের প্রতিদিন বাস নামাতে হচ্ছে। একদিন বন্ধ রাখলে আবায় রোজগার বন্ধ হয়ে যায়। সড়কের অনেক পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে। সমস্যা হয় না। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানিয়েছেন, রাজশাহীতে হরতালকে কেন্দ্র করে দুপুর পর্যন্ত কোনো সহিংসতা বা নাশতার খবর পাওয়া যায়নি। রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মসূচিকে ঘিরে তারা সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে। রাজশাহী রেল ভবন, নগর ভবন, বিদ্যৎ অফিসসহ সরকারি বিভিন্ন স্থাপনায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।