চলমান বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল স্বাগতিক ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বিশ্বকাপ এক যুগ পর ফাইনালে উঠেছে ভারত। ম্যাচের আগে ভারতের বিপক্ষে পিচ পাল্টানোর অভিযোগ তুলেছিল বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। এবার ম্যাচের পর টস জালিয়াতি করার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে।
ম্যাচটি শেষ হতেই এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত। দেশটির টিভি চ্যানেল জিও সুপারের স্পোর্টস শোতে তিনি বলেন, ‘আমি কি সামান্য অপকর্মকেও সমর্থন করতে পারি? টসের সময় রোহিত মুদ্রা একটু দূরে নিক্ষেপ করে, সেটি প্রতিপক্ষ অধিনায়কের নাগালের বাইরে চলে যায়। নিজের পছন্দ অনুযায়ী মুদ্রার পিঠ উঠেছে কি না, এটা যেন প্রতিপক্ষ অধিনায়ক সেখানে গিয়ে দেখতে না পারে।’
এর আগে আয়োজক বোর্ড ও ক্রিকেট দলের চাওয়া অনুসারে পিচ বদলে ফেলার ঘটনায় আইসিসির ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ঠিক তখনই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসি জানায়, পূর্বনির্ধারিত পিচ বাদ দিয়ে ভিন্ন পিচে খেলা নতুন কিছু নয়। এই ব্যাপারটিকে অস্বাভাবিক বলতেও নারাজ আইসিসি।
আইসিসির মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, ‘লম্বা সময়ের বড় কোনো টুর্নামেন্টের শেষ দিকে পরিকল্পিত পিচের বদল ঘটানো স্বাভাবিক ব্যাপার। এ রকম ঘটনা এরই মধ্যে কয়েকবার ঘটেছেও।’