বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে ত্রিশালে শোডাউন ও প্রতিবাদ

// ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
বিএনপি-জামাতের ডাকা হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম হাবিবুর রহমান খানের নেতৃত্বে পাঁচশতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিপাড়া ইউনিয়নের নিজ ব্যাবসা প্রতিষ্ঠান মেসার্স খান ফিলিং স্টেশন চত্বর থেকে শুরু হয়ে মোটরসাইকেল শোডাউনটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেসার্স খান ফিলিং স্টেশন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাবিবুর রহমান খান, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদে সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাতের রাজনীতি থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। বিদেশি প্রভুদের কাছে ধন্না দিয়ে কোন ফল না পেয়ে হরতালের মতো সহিংস আন্দোলন তাঁরা বেছে নিয়েছেন। আমরা বিএনপি-জামাতের সকল নৈরাজ্য প্রতিরোধে সবসময় রাজপথে অবস্থান করবো। আগামী সংসদ নির্বাচনে ত্রিশালের স্থানীয় জনমতের ভিত্তিতে প্রার্থী দেওয়ার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।