পাবনায় পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা , ভাংচুর ও লুটপাটের অভিযোগ

আবদুল জব্বার:

পাবনা সদর উপজেলা দোগাছী ইউনিয়নের খয়েরসূতি গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে  ইউছুব আলী (৫৮) নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ  রাশেদ (৩২)  গংদের বিরুদ্ধে ।

ইউছুব আলী জানান মঙ্গলবার (০৭ নভেম্বর ) রাতে পূর্ব পরিকল্পিতভাবে  রাশেদ গংদের ২৫/৩০ জন হাতে রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, লোহার রড, জিআই পাইপ ইত্যাদি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ইউছুব আলীর ছেলে মাহমুদুল হাসান লিটন এর নাম ধরিয়া অকথ্য ভাষায় গালিগালাজ, হত্যার উদ্দেশ্যে ঘরে ঘরে খোজাখুঁজিসহ ৪টি ঘরের জানালা ও আসবাবপত্র ভাংচুর, আলমারির ড্রয়ারে থাকা নগদ দুইলাখ ৫০হাজার টাকা, ১৪ভরি ০৮আনা স্বর্ণালংকার, ঘরে থাকা টিভি, ফ্রিজসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর ও লুটপাট চালায়। 

এ ঘটনায় মাহমুদুল হাসান লিটনের বাবা ইউছুব আলী বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেছে । 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরেই দুই পক্ষের বিরোধ চলে আসছিল এর জের ধরে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।