ইয়ানূর রহমান : বিএনপি-জামাতের ডাকা ৭২ ঘন্টার অবরোধের কোন প্রভাব পড়েনি স্থলবন্দর বেনাপোলে। সবকিছুই চলছে আগের মত স্বাভাবিক নিয়মে। বন্দরেরঅভ্যন্তরের কার্যক্রম রয়েছে স্বাভাবিক। অবরোধ ডেকেও কার্যত মাঠে নেই বিএনপির কোন নেতাকর্মী সমর্থক। বেনাপোল বন্দরে পণ্য উঠা-নামাসহ
আমদানি-রপ্তানী স্বাভাবিক রয়েছে। পাসপোর্ট যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করছে ভারত-বাংলাদেশ।
সকাল থেকেই ভারত থেকে আমদানি করা পণ্য বন্দরের শেডে লোড-আনলোড হয়েছে বরাবরের মত। কাস্টমস, ব্যাংক ও সরকাির অফিসে কাজ চলছে আগের মতো।
ছেড়ে যাচ্ছে বেনাপোল থেকে দুরপাল্লার যানবাহন। সেই সাথে লোকাল বাস কোথাও
কোন বাধা বিপত্তি ছাড়াই গন্তব্যে যাতায়াত করছে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও সঠিক সময়ে হাজির হচ্ছেন বিদ্যালয়ে
অবরোধকে প্রতিহত করতে সকাল থেকে মাঠে রয়েছে শার্শা ও বেনাপোল আ.লীগের
নেতৃবৃন্দরা। দেওয়া হচ্ছে মোটরসাইকেল শোডাউন।
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজি
বলেন, অবরোধের মধ্যে বন্দর থেকে অনেক ট্রাকে মালামাল লোড হয়েছে। তবে
বিকেলের দিকে এসব পণ্য বোঝাই ট্রাক বন্দর ছেড়ে যাবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বলেন,
মঙ্গলবার থেকে তিনদিনের অবরোধ শুরু হলেও পেট্রাপোল-বেনাপোল বন্দরের মধ্যে
আমদানি-রপ্তানি চালু রয়েছে। অবরোধের মধ্যে বিভিন্ন এলাকা থেকে ট্রাক
রপ্তানি করা পণ্য নিয়ে বন্দরে এসেছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, হরতাল ডাকলেও বিএনপি-জামায়াত মাঠে নেই।
মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সংঘাত
এড়াতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।#