ওসমান গনি বেড়া (পাবনা)
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অধীনে বেড়া প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বেড়া উপজেলায় প্রতিমাসে ১১ টি লাইফ স্টক ফারমার্স ফিল্ড স্কুল (এলএফএস) প্রশিক্ষণ চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেড়ায় প্রতিমাসে উপজেলার বিভিন্ন এলাকায় ১১ টি উৎপাদনকারী দল (পিজি গ্রুপ)১১ টি লাইফ স্টক ফার্মার স্কুলের মাধ্যমে মোট ৩৭০ জন খামারিকে প্রতিমাসে প্রশিক্ষণ প্রদান করে আসছে। চলতি মাসেও এ প্রশিক্ষণ চলমান রয়েছে। সূত্র জানায় প্রশিক্ষণ প্রধান সহ প্রশিক্ষণার্থী খামারিদের মাঝে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পধীন বিভিন্ন সময়ে বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। লাইফ স্টক ফারমার্স ফিল্ড স্কুল প্রশিক্ষণে চলতি মাসে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা,গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা ভেটেরিনারি অফিসার ডা,সেলিম হোসেন শেখ,জেলা ট্রেনিং অফিসার ডা,কৃষ্ণ কুমার হালদার, বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা,মো,মিজানুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা,আসাদুজ্জামান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোছা,স্বর্ণালী জাহান পান্না।